বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইর বাড়ই ভোগ এলাকায় জনৈক রিক্সা চালক মো. কামাল হোসেন(৩৫)কে শিকল দিয়ে হাত পা বেধেঁ শাররিক ভাবে মারপিট করেছে পাষন্ড গ্যারেজ মালিক মাদক বিক্রেতা মাসুদ(২৪)গংরা। এ ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১টায়।স্থানীয় লোকজন নিয়ে রিক্সা চালকের বাড়িওয়ালা হানিফ বেপারী মাসুদের গ্যারেজ হতে শিকল বাধাঁ অবস্থায় কামাল কে উদ্ধার করেছে।
্সুত্রেজানাযায়,ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ইভোগ এলাকায় আনার হাজীর ছেলে মাসুদ ওরফে মাদক বিক্রেতা মাসুদ রিক্সার গ্যরেজ করেছে। সে রিক্সা ভাড়া দেয় বিভিন্ন চালকের কাছে। সেই রিক্সার গ্যারেজ হতে একই এলাকার হানিফ বেপারীর বাড়ির ভাড়াটিয়া মো. কামাল হোসেন রিক্সা নিয়ে ভাড়া চালায়।প্রতিদিনের মতো গতকালকেও রিক্সা নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে মাসুদের গ্যারেজে যায়।এসময় মাসুদ কামাল কে নষ্ট রিক্সা দেয়। তখন কামাল প্রতিবাদ করে বলে আমি আপনার গ্যারেজের নষ্ট রিক্সা চালাবো না অন্য গ্যারেজের রিক্সা চালাবো। এই কথা বলে বের হওয়ার সময় মাসুদ ও তার ম্যানেজার সিরাজ মিলে কামাল কে আটক করে শিকল দিয়ে হাত পা বেধেঁ শাররিকভাবে নির্যাতন ও এলোপাথারী মারধর করে রক্তাক্ত করেছে ।তখন সময় সকাল ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কামালকে নির্যাতন করে মাসুদ গংরা । এদিকে, রিক্সাচালক কামালের বাড়িওয়ালা জানতে পেরে পিতূ¯েœহে ভাড়াটিয়াকে উদ্ধারের জন্যে এলাকার লোকজন নিয়ে মাসুদের গ্যারেজে যায়। এরপর শিকল বাধাঁ অবস্থায় কামালকে উদ্ধার করেন।এরপর সে কামালকে শিকল বাধাঁ অবস্থায় ফতুল্লা থানায় নিয়ে আসে এবং গ্যারেজ মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।এদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতার বাড়ির পাশে মাসুদের গ্যারেজ থাকায় মাসুদের দাপট বেশি এমনটাই বলছেন এলাকাবাসী । এলাকাবাসী অরো জানান, মাসুদ একজন চিহ্নিত মাদক বিক্রেতা।তার সাথে ফতুল্লা মডেল থানার বেশ কয়েক জন দারোগাদের সাথে সু সম্পর্ক রয়েছে। থানায় লিখিত অভিযোগ হওয়ার পরেও পুলিশ মাসুদ কে ধরতে এবং এলাকাবাসীর হাতে আটক হওয়া সিরাজ কে আনতে গড়িমশি করার অভিযোগ করেছে।তারা অরও জানায়, মাসুদকে দিয়ে মাদক বিক্রি করাতে চাইলে মাসুদ রাজি না হওয়ায় কামালের উপর ক্ষিপ্ত মাসুদ।