নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের আ’লীগের একমাত্র যোগ্য প্রার্থী খন্দকার লুৎফুর রহমান স্বপন। তাকেই ঐ এলাকার সাধারন জনগন নৌকা প্রতীকে দেখতে চায় এমন কথা শোনা যাচ্ছে মানুষের মুখে মুখে।
গনতান্ত্রীক দেশের যে কোন জনপ্রতিনিধির ক্ষমতা ও শক্তি তার এলাকার জনগন। বর্তমান সময়ের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় উর্ত্তীন করতে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উচ্চ পর্যায় থেকে তৃনমুল পর্যন্ত প্রতিটি স্তরে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষে সিটি কর্পোরেশন, উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিবেশ ও ঘোষনার প্রথম পর্বে পৌর সভা নির্বাচন সম্পন্ন করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টানের লক্ষে সরকার এ মুহুত্বে ব্যাস্ত সময় পার করছেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে। এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানরা দলীয় প্রতীকে নির্বাচন করবেন। আওয়ামীলীগ,বিএনপি,জাতীয়পার্টিও অন্যান্য শরিক দল নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষনার পাশাপাশি নিজ দলীয় প্রার্থী বাছাই নিয়ে ব্যাস্ত। রাজনৈতিক ও অন্যান্য অনেক ক্ষেত্রের জন্যই নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্য ও সুনাম দীর্ঘ দিনের। নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও স্থানীয় সংসদ, দলীয় হাইকমান্ড, এমনকি তৃনমুলের নেতা কর্মীরাও প্রছন্দের প্রার্থী বাছাই নিয়েও চুলচেরা হিসাব করছেন। নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি এ কে এম শামীম ওসমান তার নিজ এলাকার প্রার্র্থী বাছায়ের ক্ষেত্রে অনেকটা গুরুত্বের সংঙ্গে প্রার্থীর ব্যক্তি ইমেজ, দলীয় আনুগত্য ও জনমতের গ্রহন যোগ্যতার সার্বিক বিষয়ে খোজ খবর নিয়েই ইউনিয়ন পরিষশদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা অনেকটা চুরান্ত পর্যায়ে রেখেছেন। অবস্থাদৃষ্টে ও ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকার অধিকাংশ ভোটারদের মতামতে অত্র ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের নামটি অনেকটাই চুড়ান্ত হয়ে থাকার বিষয়টি নিয়েও ভোটারদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। ফতুল্লা ইউনিয়ন পরিষদ ছাড়াও জেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই, বিশেষ করে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসাবে কারা পেতে যাচ্ছেন দলীয় সর্মথন। নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদ,ফতুল্লা ইউনিয়ন পরিষদ,কুতুবপুর ইউনিয়ন পরিষদ,কাশিপুর ইউনিয়ন পরিষদ ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ এলাকার ভোটারদের মাঝে সবচেয়ে বেশী আলোচিত হচ্ছে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে। রাজনৈতিক পেক্ষাপটের কারণে, বিএনপি ও অন্যান্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে তেমন আলোচনা না থাকলেও, জেলা বিএনপির স্থানীয় নেতাদের মাঝে কিছুটা উৎফুল্লভাব লক্ষ্য করা যাচ্ছে। অচিরেই হয়তো বিএনপি ও তাদের প্রছন্দের প্রার্থীদের নাম ঘোষনা করবেন।