বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় জহিরুল (৩৫) নামের এক রিক্সা চালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৫ আগষ্ট শুক্রবার দুপুরে দাপা ইদ্রাকপুর এলাকায় জাফর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। অভিযোগ উঠেছে,স্ত্রী’র পরকীয়ায় কারনে অভিমান করে জহিরুল আতœহত্যা করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী জেসমিনকে আটক করেছে পুলিশ। নিহত জহিরুল পটুয়াখালী জেলার কুয়াকাটা থানার মকদীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, প্রায় ২ বছর আগে দাপা ইদ্রাকপুর এলাকার জাফর মিয়ার বাড়িতে একটি ঘর ভাড়া নেন রিক্সা চালক জহিরুল। জহিরুলের স্ত্রী জেসমিন এরই মধ্যে পরকিয়ায় জড়িয়ে পড়ে এবং দুই মাস পূর্বে জেসমিন তার পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় ঢাকার জুরাইনে। এক পর্যায়ে জেসমিন ও জহিরুলের আত্মীয় স্বজনরা বিষয়টি মিমাংসা করে দিলে আবারো দুজনেই সংসার করতে থাকে। তবে মাঝে মধ্যেই জেসমিন তার পরকিয়া প্রেমিকের সাথে মোবাইলে কথা বলতো। এ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ পুনরায় জেসমিন ও জহিরুলের সাথে মনোমালিন্য চলছিল।
অবশেষে আর মানিয়ে নিতে না পেরে শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে ঘরের দরজা লাগিয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আতœহত্যার পথ বেছে নেয় জহিরুল। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী জেসমসিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।