বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মেট্রো নিটিং এন্ড ডাইং মিলসের পোশাক কারখানার শ্রমিকদের করোনা থেকে নিরাপদে রাখার জন্য তিনশ’ পুরুষ ও নারী শ্রমিকদের বোস্টার ডোজ টিকা ও নারী শ্রমিকদের গর্ভবতী সহ নানা সমস্যার জন্য পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। দুপুরে সদর উপজেলার রামারবাগ এলাকায় পোশাক কারখানা আলোচনা সভা শেষে টিকা ও পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কর্ণার উদ্বোধন হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ড.আবুল ফজর মুহাম্মদ মসিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, মেট্রো নিটিং এন্ড ডাইং কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার লেঃ কর্ণেল মো. হামিদুর রহমান জেনারেল ম্যানেজার মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।