বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষীনগর গ্রামের ১১ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত রবিউলকে আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ দুপুরে র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-১১ জানায়, দিবাগত রাতে আড়াইহাজার থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৪২) জেলার আড়াইহাজার থানার বাচ্চু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করে।
র্যাব-১১ আরো জানায়, ২০০৫ সালে নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষীনগর গ্রামের এক ধইঞ্চা ক্ষেতে ১১ বছরের শিশু গণধর্ষণপূর্বক হত্যাকান্ডের ঘটনা ঘটে।
রবিউল, কামরুল ও শুক্কুর আলী মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। হত্যাকান্ডের দুইদিন পর শিশুটির লাশ গ্রামের ধইঞ্চা ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগন সংশ্লিষ্ট থানা পুলিশ ও শিশুটির পরিবারকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটিকে উদ্ধার পূর্বক সুরতহাল তৈরী করে এবং লাশটি ফতুল্লা থানার চর রাজাপুর গ্রামের আকতার হোসেনের মেয়ে আফসানা আক্তার নিপা (১১) বলে সনাক্ত হয়। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচার শেষে মামলার আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমানীত হওয়ায় চারজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করার আদেশ দেন।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্য ০৩ আসামী জেল হাজতে থাকলেও যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত আসামীকে ইতিপূর্বে র্যাব-১১ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।