বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে রাজা মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজা মিয়া মো চানমিয়ার ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরস্থ হাফিজের বাড়ীর ভাড়াটিয়া মোঃ চানঁ মিয়ার পুত্র।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে তার সাত বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে গ্রেফতারকৃত রাজা মিয়া কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং গ্রেফতারকৃত ধর্ষক রাজা মিয়া পশ্চিম মাসদাইরস্থ হাফিজের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।অভিযুক্ত রাজা মিয়া একই বাড়ীর দ্বিতীয় তলায় এবং বাদী স্ব- পরিবারে একই বাড়ীর নীচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সে সুবাধে উভয় পরিবারের মাঝে সু-সম্পর্কের পাশাপাশি উভয় পরিবারে সকলের অবাধ যাতায়াত ছিলো। বাদীর মেয়ে কে বারান্দা থেকে অভিযুক্ত রাজা মিয়া মোবাইলে ভিডিও গেমস্ দেখানোর কথা বলে বাড়ীর তৃতীয় তলার ছাদে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় শিশু বাচ্চাটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত রাজা মিয়া তাকে রেখে চলে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়,মামলা হয়েছে, অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।