বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে এক সন্তানের জনক আতœহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে নীজ ঘরের ফ্যানের সাথে মাফলার পেচিঁয়ে আতœহত্যা করা হয়। আতœহননকারী রুবেল হোসেন (২৪) ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুম বেগম ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার শফিউল্লাহ্ ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জের ধরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় অবস্থিত নিজ বাড়ীর ঘরের ফ্যানের সাথে মাফলার পেচিয়ে রুবেল নামের এক ব্যাক্তি আতœহত্যা করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ খাঁনপুরস্থ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেছে।