বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্তা বেগম নামের এক গৃহবধূ ফতুল্লা মডেল থানায় আলামিন, রুবেল গণদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শান্তা বেগম উল্লেখ করেন, গত চার বছর পূর্বে মাসদাইর বাড়ৈভোগ এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে আলামিনের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামি আলামিন তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। বিয়ের দীর্ঘ বছর পর তাদের ঘর আলোকিত করে এক সন্তান কোলজুড়ে আসে। তারপরেও থামে না তার অত্যাচার। গত গত শুক্রবার রাতে পূর্বের ন্যায় যৌতুকের দাবিতে তার স্বামী আলামিন, দেবর রুবেলসহ পরিবারের অন্যান্য সদস্যরা বেধরক মারধর করে তাকে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে।