বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার নবীনগর এলাকার গৃহবধূঁ ঝর্না আক্তার শ্বশুর বাড়ির স্বামীসহ পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবার বিকেলে ফতুল্লা মডেল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার নবীনগর এলাকার মৃত কমর আলীর ছেলে কুদ্দুস মিয়ার সাথে ইসলামের শরীয়ত মোতাবেকবিবাহ হয় ঝর্না আক্তারের । সে মুন্সীগঞ্জ জেলার সিরাদখান থানাধীণ কুমারখালী গ্রামের আ.রশিদের কন্যা। বিয়ের পর থেকে মেয়ের সুখের জন্য কুদ্দুস কে ব্যবসা করার জন্য নগদ ২ লক্ষ টাকা এবং ঘরের আসবাব পত্র দেয় আ. রশিদ। তার পরেও য়ৌতুকের জন্য কুদ্দস তার পরিবকারের উস্কানীতে স্ত্রী ঝর্নাকে নানাভাবে নির্যাতন করে আসছে। গত ৯ ফেব্রুয়ারী ঝর্নাকে তার স্বামী কুদ্দুস মারধর করেছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।