বিজয় বার্তা ২৪ ডট কম
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন। শুক্রবার রাতে রামারবাগ শাহী মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রামারবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের মোস্তফা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল একই এলাকার যুবলীগের প্রতিপক্ষ গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে। শুক্রবার রাত নয়টার দিকে মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন। তারা ফিরে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের লোকজন খবর পেয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের উপর। এ সময় এক নারী সহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩জনকে ঢাকা মেডিকেল ও ২জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যান্যদের শহরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষেরই কয়েকজন লোক আহত হয়েছে। এঘটনায় ১জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।