বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আমির হামজা নামে এক যুবকের হাত পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মুসলিমনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে টাঙ্গাইল জেলার ধাইন্না চৌধুরী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও ফতুল্লার শাসনগাঁও এলাকার মামুন ভিলার বাড়িতে মেসে ভাড়া থাকতো।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ এলাকাবাসী দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।