বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আরিফ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আরিফ ভোলা জেলার সদর থানার কালুপুরের বাবুল মাঝির ছেলে। তিনি ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুর এলাকার কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ির ভাড়াটিয়া।
আরিফের স্ত্রী জান্নাত বেগম জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে হাবিবা নামে তিন বছরের এক মেয়ে রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্য চার মাস আগে তারা গ্রামের বাড়ি ভোলা থেকে এসে ফতুল্লার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। এক মাস আগে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে তার স্বামী বাসা থেকে বের হয়ে যান। তিনদিন আগে তার স্বামী দক্ষিণ সস্তাপুরের ঐ বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে একাই বসবাস করতে শুরু করেন।
বুধবার দুপুরে আরিফ বাসায় প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আশপাশের লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।