বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার খিল মার্কেট এলাকায় জোড়া খুন মামলার অন্যতম আসামি শহীদ হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ।
শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. শহীদ হোসেন শহরের বাবুরাইল শেষ মাথা এলাকার খোকা মিয়ার ছেলে।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩/১০/২০১৭ তারিখে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন খিল মার্কেট এলাকায় মিল্টন এবং পারভেজ নামে দুজবকে কে প্রকাশ্যে দিনে দুপুরে একটি রিকশার গ্যারেজ এর ভিতরে ২৫/৩০ জন আসামি প্রত্যক্ষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং আলামত নষ্ট করার জন্য রিকশার গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। মামলাটি প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক তদন্তাধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশক্রমে মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ জেলায় তদন্তাধীন রয়েছে। এই মামলায় মাহবুব নামের একজন আসামী পূর্বেই ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।
তিনি আরো জানান, সময়ের সেই আলোচিত অন্যতম এজাহারনামীয় আসামি যিনি ওই হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণ করে ঘটনার পর থেকেই পলাতক থাকা কালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক উক্ত আসামিকে গ্রেপ্তারের বারবার অভিযান পরিচালনা করা হয় এবং আজ তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্স নিয়োগ করে উক্ত আসামিকে মুন্সিগঞ্জ জেলার অজ্ঞাত স্থান থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।