বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী “মোঃ মিলন (৩৩)’কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ মিলন (৩৩) নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বৈরাগী বাড়ি এলাকার মোঃ রশিদ মিয়ার ছেলে।
রাতে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর অনাবিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন তক্কারমাঠ এলাকা থেকে
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিলন (৩৩)’কে গ্রেপ্তার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, মামলা হওয়ার পর হতে আসামী আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং দীর্ঘ দিন পলাতক থাকে। পরে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।