বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পঞ্চবটি ডালডা মিল সড়কে মাহবুব ও আহসান ওরফে আসান নামে দুই সহোদর মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী । দীর্ঘদিন যাবত সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় জাকিরের দোকান ও আশপাশ এলাকায় তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। স্থানীয় শহিদুল্লাহ মেম্বারের ভাই এবং নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামানের বেয়াই হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী অভিযোগ করে জানান,দীর্ঘদিন পঞ্চবটি-ধর্মগঞ্জ ডালডা মিল সড়কটি মাদক মুক্ত থাকলেও সম্প্রতি আবারও মাদক ব্যবসা জমজমাট হয়ে পড়েছে। সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় আসান ও মাহবুব দুই সহোদরের নেতৃত্বে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা। ফেনসিডিল,ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির জন্যে ৮/১০জন খুচরা বিক্রেতা নিয়োগ দেয়ার পাশাপাশি তারা নিজেরাও সরাসরি মাদক সরবরাহের কাজ চালিয়ে আসছে।
জানা গেছে মাদক ব্যবসায়ের অভিযোগে আহসান ওরফে আসানের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার কিংবা মাদক ব্যবসা প্রতিরোধে কোন ধরনের ভূমিকা নিচ্ছে না পুলিশ। আর আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ মেম্বারের ভাই হওয়ায় ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে আহসান ও মাহবুব আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাসহ ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিনের জরুরী হস্তক্ষেপ দাবী করেছে।