বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইরে ইয়াবা ও হোরেইনসহ আটককৃত মাদক ব্যবসায়ী জমিলা বেগমকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জমিলাকে আদালতে প্রেরন করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। যার মামলা নং-৩৬(৮)১৭।
এব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ কামলা উদ্ধিন জানান, মাদক ও সন্ত্রাসের কোন ছাড় নেই। আমি যতদিনই এই থানায় থাকবো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিন্দু মাত্র ছাড় দেবনা। আমার এ অভিযান অব্যহত থাকবে।
এস,আই মিজানুর রহমান-২ জানান, জমিলা মাদক ব্যবসায়ী। তাকে পুলিশ ধরতে গেলেই সে পুলিশের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবে এবং বিভিন্ন দপ্তরে দৌড় ঝাপ করবে। বুধবার ওসি কামাল উদ্দিন স্যারের নিদের্শে ফোর্স ও সাংবাদিক ভাইদের নিয়ে তার বাড়িতে অভিযান চালাই এবং তাকে মালসহ হাতে নাতে গ্রেপ্তার করি।
উল্লেখ্য, বুধবার রাতে ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমানের টিমের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী জমিলা বেগম (৬০) কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পুরিয়া ৭ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮শ৭২ টাকাসহ গ্রেপ্তার করেছে।এসময় জমিলা বেগমের ছেলে রবি কৌশলে পালিয়ে যায়।