বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় ইমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে ও শ্বাসরোধে করেছে দুর্বৃত্তরা। দুপুরে আজাদ মোল্লার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার ইব্রাহীম হোসেন ইবুর ছেলে।
নিহতের বাবা জানান, ইমন মাদকাসক্ত ও স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীদের সঙ্গে চলা ফেরা করতো। মাদক মামলায় সে কয়েক বার কারাগারেও ছিল। মাদক নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার চান তিনি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় মাদক নিয়ে দ্বন্দ্বের কারণেই এ হত্যা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে