বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ীকে ২৫পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটায় ফতুল্লার শহরের গলাচিপা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরের গলাচিপা এলাকার সত্য সাহার ছেলে সজীব ওরফে জয়ন্ত (২৬) ও গলাচিপা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম মিয়া (৪০) এবং একই এলাকার মাইনউদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৮)। আটককৃতদের মধ্য থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারীক সজীব ওরফে জয়ন্ত এবং রাকিব হোসেন ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের শহরের গলাচিপা এলাকায় মাদকের স্পটে হানা দিয়ে ২৫পিচ ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের তাৎক্ষনিকভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারীকের আদালতে হাজির করা হলে আটককৃতদের মধ্য থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী সজীব ওরফে জয়ন্ত এবং রাকিব হোসেন পৃথক ভাবে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘ