বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ শাখা।
আজ ৬ সেপ্টেম্বর উপজেলার তক্কার মাঠ এলাকায় আবদুল্লা সুইটস এন্ড বেকারীকে কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মুল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান,ফতুল্লার তক্কার মাঠ এলাকায় আবদুল্লা সুইটস এন্ড বেকারীকে কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মুল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১,০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
উক্ত অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।