বিজয় বার্তা ২৪ ডট কম
বাসা থেকে নিজ ব্যবহৃত স্বর্নালংকার ও কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেছে নাজমা আক্তার নামের এক গৃহবধূ। এ ঘটনার ১ সপ্তাহ পরে গতকাল ফতুল্লা মডেল থানায় স্বামী নাজিম উদ্দিন (৬০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নাজমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগসূত্রে জানাযায়, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন। সে গত ১৫ দিন পূর্বে নাজমা আক্তার(৪০)কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছে। বিয়ের পর ৮দিন ঘর সংসার করে গত ২৫ জুন ভোর ৫টায় বাসার কাউকে কিছু না বলে সে তার পিত্রালয়ে চলে গেছে। নাজমা ঢাকা জেলার সবুজবাগ এলাকার মৃত হযরবত আলীর মেয়ে । সে তারসদ্যবিবাহিত স্বামীর দেয়া স্বর্নালংকার ও কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেছে এমনটাই দাবী তার বৃদ্ধ স্বামী নাজিম উদ্দিনের। নাজমাকে পালিয়ে যেতে সহায়তা করেছে রফিকের স্ত্রী বেবী আক্তার।
নাজিম উদ্দিন জানান , নাজমার আগের ১ম স্ত্রী পরকিয়া প্রেমের টানে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছ্ েতার ঘরে তিনটি ছেলে আছে। এলাকাবাসী জানান, নাজিম উদ্দিনের একের পর এক বউ পালিয়ে যায় এটা ভালো লক্ষন নয়।