বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, ঐ যুবকের বয়স ২৫ থেকে ২৬ বছর হবে। শরীরের বেশিভাগ চামড়া পচে উঠে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।