বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি পুলিশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৩শ‘১০পিস ইয়াবা,১০ বোতল ফেনসিডিল,২০ পুরিয়া(২গ্রাম) হেরোইন সহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই মাজেদ মিয়া জানান, ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান -২ গত ১৫ জুন গভীর রাতে ফতুল্লার দাপাইদ্রাকপুর পোষ্ট অফিস এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ (২০) কে গ্রেপ্তার করেছ্ ে।সে ফতুল্লা ধানাধীন ভুইগড় উত্তরপাড়া এলাকার মো. আ. কাদিরের ছেলে।
এস আই নাহিদ আহম্মেদ ও এএসআই কামরুল হাসান গত ১৫ জুন রাতে মাসদাইর ছোট মসজীদ এলাকা হতে ১০ বোতল ফেনসিডিলসহ ওসমানগনি(৩০)নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই আসাদুজ্জামান শেখ পশ্চিম দেওভোগ এলাকা হতে গত ১৫ জুন রাতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো: পশ্চিম দেওভোগ এলাকার কসাইর বাড়ির ভাড়াুিটয়া মৃত নূর মোহাম্মদের ছেলে মো. দুলাল হোসেন(৩২),একই এলাকার ইমরানের বাড়ির ভাড়াটিয়া মৃত আরব আলীর ছেলে ইব্রাহীম(৩৪)।
অন্যদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এস আই আ.সালাম ১৫ জুন ইসদাইর রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া(২ গ্রাম) হেরোইনসহ মো. শাকু(৩০)কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। আরেক অভিযানে পরিদর্শক তমিজ উদ্দিন ১৫ জুন বিকেলে পাগলার শাহী মহল্লা হতে ৫৫ পিস ই্য়াবা ট্যাবলেটসহ জালাল খানের ছেলে আক্তার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃদের বিরূদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ অইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।