বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বুধবার রাতে ১ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই রোকসানা আক্তার জানান, এস.আই শাফীউল আলম ও তার সংগীয় ফোর্স নিয়ে মাদকের বিশেষ অভিযান চালায় (২৯নভেম্বর) বুধবার রাতে। এ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দক্ষিন সিয়াচর এলাকা হতে পেশাদার মাদক বিক্রেতা ফাহিম (৪৫)কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত আ. রহিমের ছেলে।
এস.আই কাজী এনামুল হক ও এ.এস.আই তারেক আজিজ গত বুধবার রাতে সিয়াচর এলাকা হতে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঐ এলাকার গোলাম মোস্তফার ছেলে সবুজ (২৩)এবং মৃত মন্তু মিয়ার ছেলে মাসুদ ওরফে দয়াল মাসুদ (৪০)।
ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।