ফতুল্লা,বিজয় বার্তা ২৪
জেলার ফতুল্লার নরসিংপুর প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়ীতে অভিযান চালিয়ে ২শ’ ১৫ বোতল ফেন্সিডিল সহ লাভলী বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টায় ফতুল্লা মডেল থানার এসআই মিজানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। লাভলীকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার স্বামী আওলাদ হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাভলীর বাড়ীতে অভিযান চালিয়ে ২১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি। তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। লাভলীর স্বামী আওলাদ হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।