বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় অস্ত্রের মুখে প্রকাশ্যে এক বৃদ্ধকে অপহরণের পর বেধড়ক পেটানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ফতুল্লার গাবতলী মাজারের সামনে ওই ঘটনা ঘটে। গাবতলী সোসাইটি নামের একটি সংগঠনের তহবিল লুটপাটের ব্যাপারে ওই সংগঠনের কথিত সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শাহিন ওরফে নাডা শাহিনের কাছে জানতে চাইলে সংগঠনের সদস্য এবং স্থানীয় মুরুব্বী হাফিজুর রহমান বাদলকে (৬৫) অস্ত্রের মুখে অনেকের সামনে থেকে প্রকাশ্যে একটি রিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। গাবতলী টাগারপাড় এলাকার একটি গোডাউনে দেড় ঘন্টা নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা পুলিশকে না জানাতে সন্ত্রাসী শাহিন হাফিজুর রহমানকে হুমকি দেওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে বিকেলে স্থানীয় সাংবাদিকরা ঘটনাটি নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী এলাকার নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্য স্থানীয় বাড়ির মালিকরা গাবতলী সোসাইটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। নাডা শাহিন সরকার দলীয় এক এমপির নাম ভাঙ্গিয়ে জোর পূর্বক ওই সংগঠনের সাধারণ সম্পাদক হন। প্রতিমাসে এলাকার সাড়ে ৭০০ বাড়ির মালিকের কাছ থেকে এলাকার নিরাপত্তাসহ বিভিন্ন কারণে সাড়ে ৩ লাখ টাকা চাঁদা উঠানো হয়। ওই টাকার হিসাব শাহিন না দিয়ে নিজেই আত্মসাৎ করতে থাকে। সম্প্রতি এলাকার বাড়িওয়ালারা এ ব্যাপারে বৈঠক করে শাহিনের কাছে হিসাব চান। বৃহস্পতিবার সকালে হাফিজুর রহমান শাহিনকে দেখে সংগঠনের হিসাব দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে কোমর থেকে পিস্তল বের করে সবার সামনে থেকে হাফিজুর রহমানকে রিকশায় তুলে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মঈনুল হক বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।