বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর বড় মসজিদ এলাকায় রুবাইয়া হোসিয়ারী নামের একটি পোশাক কারখানার তত্ত্বাবধায়ক খুন হয়েছে। তার দুই সহকর্মী এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুইজন পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে। নিহত ফাহিম বেপারী (১৯) ওই কারখানা মালিকের শ্যালক।
কারখানার মালিক রাশেদ শিকদার জানান, তার শ্যালক ফাহিম ওই কারখানাটি পুরোপুরি দেখাশুনার দায়িত্বে ছিল। সে রাতে ওই কারখানাতেই থাকতো। কারখানার অপর দুই শ্রমিক সোহাগ ও তার ভাতিজা রাতে ফাহিমের সাথেই থাকতো। শনিবার সকালে সোহাগ তাকে ফোন কওে জানায় যে সে ফাহিমকে হত্যা করেছে। এ ঘটনার পর তিনি কারখানায় গিয়ে ফাহিমকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পওে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিমের পরিবার জানায়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হয়ে থাকতে পারে। তারা খুনীদের দ্রুত গেস্খফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মাথায় ভারী বস্তু ও ধারালো অস্ত্রেও আঘাতে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ অভিযুক্ত পলাতক দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা হবে।