বিজয় বার্তা ২৪ ডট কম
গত মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানার দারাগো আরিফের পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো: ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন সোহেল মিয়ার ছেলে শাহিন (২৫), বক্তাবলী এলাকারমৃত আব্দুল াজিজের ছেলে মো. রাকিব(২৫), এবং রিয়াজ মিয়ার ছেলে অনিক(২৫)।
পুলিশ সূত্রে জানাযায়, ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া তাকেমো. শাহিন(৩৫)। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মো. দেলোয়ার হোসেনের ছেলে।তাকে ভোলাইল এলাকার হারুন ওরফে সোহেলের ছেলে আরেক শাহিন ও তার সহযোগি রাজন মিলে প্রায় সময় চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদা না পেয়ে গত মঙ্গলবার বিকেলে শাহিনকে আটক করে শাহিন ও রাজন গংরা মুক্তিপণ দাবী করে পরিবারের কাছে। তাদের ৫০হাজার টাকা না দিলে শাহিন কে ছাড়বেনা। এদিকে আটক হওয়া শাহিনের পরিবার বিক্যাশের মাধ্যমে ২০হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র শাহিন রাজন গংরা।এদিকে আটক হওয়া শাহিনের পরিবার ফতুল্লা মডেল থানঅয় লিখিত অভিযোগ করেন । অত:পর ফতুল্লা মডের থানার দারোগা আরিফুর রহমান ঘটনার দিন রাতেই শাহিন কে উদ্ধার ও ছিনতাই কারী সদস্য প্রতারক চক্রের সদস্য মূল হোতা শাহিনকে গ্রেপ্তার করেছে। অপরদিকে, ফতুল্লা কাশিপুর এলাকার মেইন রোডের পাশে সন্দেহজনক ভাবে ২ ছিনতাই কারীরেক গ্রেপ্তার করেছে। এরা হলেন অনিক,ও রাকিব।তবে ভোলাইল এলাকার শাহিন মামলা করতে অপরগতা প্রকাশ করলে পুলিশ ছিনতাই ও প্রতারক চক্রের সদস্য শাহিন কে ও রাকিব ,এবং অনিককে মোবইল কোর্টে সাজা প্রদানে প্রক্রিয়া করেন থানা পুলিশ।