বিজয় বার্তা ২৪ ডট কম
তাইজুল ইসলাম। জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় স্কুটার চালান তিনি। স্কুটার চালানোর পাশাপাশি জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশল অবলম্বন করেন সাইফুল। অবশেষে ধরা পড়েছেন তিনি।
বৃহস্পতিবার ভোরে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর থেকে তাইজুলকে আটক করা হয়।
র্যাব-১১র উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার মো. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইজুলকে আটক করা হয়। এ সময় তার দেহে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু র্যাবের কাছে থাকা তথ্য অনুযায়ী তাইজুল ইয়াবা বহন করছে। পরে সন্দেহের ভিত্তিতে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। সেখানে এক্সরে করে পেটের ভেতরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এরপর তার পেট থেকে প্লাস্টিকে মোড়ানো কালো জাম সদৃশ্য ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হয়। সেই সব প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।