বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেলথানা পুলিশ ও জেলা মাদক দ্রব্যঅধিদপ্তরের পৃথক অভিযানে ৫শ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে পশ্চিম মাসদাইর এলাকার নান্নু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নূর মেহাম্মদের ছেলে।এস আই নাজনীন আক্তার গত ১৫মে (সোমবার)দিবাগত রাত দেড়টায় দেওভোগ এলাকা হতে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন ওরফে কাইল্যা(৪৬)কে গ্রেপ্তার করেছে।সে ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে।
অপর দিকে, ফতুল্লার কুতুবপুর শাহী মহল্লায় গত ১৫ মে (সোমবার) জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের পরির্দশক তমিজ উদ্দিন গোপন সংবাদের ভিক্তিতে ৫শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ।গ্রেপ্তারকৃতরা হলো: পাগলার শাহীমহল্লা এলাকার নূর ইসলামের মাদক ব্যবসায়ী ছেলে আনু(৩১),দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে জাকির হোসেন(২৫)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।