বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গত ২৪ ঘন্টায় ২শ১০পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা, ৫০ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো- ফতুল্লার চাঁনমারী এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে বিপ্লব ওরফে বিপুল (৩৫) এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে শরীফ হোসেন (২৯) এবং চাঁনমারী বািস্ত এলাকার দুদু মিয়ার ছেলে হান্নান (২৫)।
পুলিশ জানায়, গত বুধবার রাতে ফতুল্লা মডেল থানার এস আই নাজনীন আক্তারের নেতৃত্ব চাঁনমারী এলাকায় অবস্থিত মালেকের বস্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব ওরফে বিপুলকে আটক করা হয়। একই স্থান থেকে উক্ত থানার এস আই মাজহারুল ইসলাম ৫০ পুড়িয়া হোরোইনসহ হান্নানকে গ্রেপ্তার করে। অপরদিকে একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উক্ত এলাকায় মাদকের অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ শরীফ হোসেনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।