বিজয় বার্তা ২৪ ডট কম
ফুতল্লা মডেল থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও হোরোইনসহ জাহাঙ্গীর(৩৫), সুমন (২০), রাসেল(৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদমারী, মুন্সিখোলা চেকপোষ্ট ও মাসদাইর এলাকায় এই পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন ,খুলনা জেলার জিরো পয়েন্ট খালপাড় সোনাকান্দা থানার মৃত সবুর মল্লিকের ছেলে রাসেল(৩০), সোনারগাঁয়ের বিশ্বকান্দি কান্দাপাড়ার নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন(৩৫), মাসদাইর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সুমন(২০)।
এসময় আটককৃত রাসেলের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল,জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ১৭০ পুরিয়া হেরোইন ও সুমনের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।