বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় একটি পুকুর থেকে সন্তোষ চন্দ্র নামের ৬০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে তার পরিবার। ২৯ জুলাই সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। ৩০ জুলাই সোমবার বিকালে ফতুল্লার পোষ্টঅফিস সড়কের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃতের ছেলে কানাই চন্দ্র জানান, তার পিতা সন্তোষ চন্দ্র ব্রেইনস্ট্রোক করার পর থেকে মুস্তিস্কবিকৃতি ঘটে। প্রতিদিন বাড়ী থেকে বেরিয়ে ইসদাইরস্থ তার সেলুনের দোকানে কিংবা বাজারে ঘোরাফেরা করে বাড়ীতে ফেরত যায়। কিন্তু ২৯ জুলাই রোববার বিকালে বাজারে আসার পর থেকে সে হারিয়ে যায়।
রাতে খোজঁ করে তাকে পেয়ে উদ্বিগ্ন হয়ে তার পরিবারের সদস্যরা। পরে দিন আবারো আশপাশ এলাকায় খোজঁতে থাকে পরিবারের সদস্যরা। একপর্যায়ে খুঁজে খুঁজতে বিকালের দিকে ফতুল্লা রেলস্টেশনের যাওয়ার পথে শুনতে একজন বৃদ্ধের লাশ পুকুরের পানিতে ভাসছে। সেই কথা শুনে পুকুরপাড়ে গিয়ে পিতার লাশ সনাক্ত করে পুত্র কানাই।
মৃতের বাড়ী কুমিল্লার দেবীদ্বার থানার ধামতি গ্রামে। তারা ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় বসবাস করে এবং বাজারে সেলুনের দোকান চালায়।