বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় দ্রুতগামী একটি পিকআপভ্যানের চাপায় রমিছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। পরে স্থানীয়রা পিকআপভ্যানসহ চালককে আটক করে পুলিশে দেন।
শনিবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে ঘটে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এসআই হারেজ শিকদার।
তিনি বলেন, গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এরশাদ জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালান।
নিহত রমিছা বেগম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। তিনি স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত নারীর ছেলে রবিন জানান, তার মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করেন আর তার বাবা রিকশা চালান। রাতে তার মা দোকানে দুধ কিনতে গেলে তখন বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন ২১৩৫৯৫) তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।
এসআই হারেজ শিকদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।