বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন সুমন চক্রবতী, দীপক রায়, সাদ্দাম হোসেন মামুন, মো. কামাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. ইয়াসিন আরাফাত), মো. ইয়াসিন রানা, আনোয়ার হোসেন, হাসিবুল হাসানা শান্ত, ইমরান হোসেন, রবিউস সানি, মো. গোলাম রাব্বি, মো. রফিকুল ইসলাম, সিফাত হাসান, রাব্বি সালাম লিমন ও আল আমিন।
এ সময় তাদের কাছ থেকে ১১৪ টি পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বানানো ১৩ টি সিল, বিভিন্ন নামে ৬৪ টি নোটারি পাবলিক কপি ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আমীর খসরু বলেন, দীর্ঘ দিন যাবৎ সংর্ঘবন্ধ একটি চক্র অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির কাজে লিপ্ত ছিল। তারা সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। এমন কাজের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা চাইবো একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিখুঁত এবং নির্ভুলভাবে পাসপোর্টটি যেন সাধারণ জনগণ পায়। সেই সঙ্গে পরবর্তীতে যেন কোনো ধরণের হয়রানির শিকার না হতে হয়।