বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগে দূর সম্পর্কের নানা শাহ জালালকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে অভিযুক্ত শাহজালালকে ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত শাহ জালাল ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চর আলী গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। সে ফতুল্লা থানার হাজীগঞ্জের পেশকার বাড়ীর ভাড়াটিয়া।
মামলায় উল্লেখ্য করা হয়, ভুক্তভোগী শিশুটি তার দূর সম্পর্কের নানা- নানীর সাথে ফতুল্লার হাজীগঞ্জে একই বাসায় বসবাস করে আসছে। তার ওই নানী বাসায় না থাকলে প্রায় সময় তার দূর সম্পর্কের নানা তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতো। গত ২৫ তারিখ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তার নানী ঘুমিয়ে পরলে তার দূর সম্পর্কের নানা তাকে জোড় পূ্র্বক মুখ চেপে ধর্ষন করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে। পরবর্তীতে বিষয়টি তার নানী কে অবগত করা হলে সেও কাউকে না জানানোর কথা বলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।