বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইর বেকারী মোড় এলাকার মাদক সেবনকারী ছেলের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মা গত ১২ নভেম্বর অভিযোগ করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার মাসদাইর বেকারী মোড় এলাকার হাজী শফিকুর রহমান। তার ছোট ছেলে মো. রাসেল (৩২)। সে স্থানীয় বখাটে ছেলেদের সাথে মিশে মাদক সেবনে জড়িয়ে পড়ে। সে এখন মাদকাশক্ত হয়ে মাদকের টাকার জন্য ঘরের দামী মালামাল ভাংচুর করে । এমনকি টাকার জন্য বৃদ্ধা মা রিজিয়া বেগম (৬১) কে মারধর করে আসছে।গত ১২ নভেম্বর বিকেলে নেশার টাকার জন্য বৃদ্ধা মাকে এলোপাথারীভাবে মারধর করেছে। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধা ফতুল্লা মডেল থানায় নেশাখোর ছেলে রাসেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।