নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর মাইরুন নেছা নামের সাড়ে ৪ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে।
মাইরুন নেছা ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকার রোজিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমান ও আসমা বেগমের মেয়ে। এর মধ্যে লুৎফর রহমান বিসিকের ‘নিট কমপ্লেক্স’ নামের একটি গার্মেন্ট কারখানার নৈশ প্রহরী ও মা আসবা বেগম ‘জয়ার্প’ নামের গার্মেন্টস শ্রমিক।
গত ৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় মাইরুন নেছা। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি জিডি হয়। মঙ্গলবার সকালে বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেয়ে কে হত্যার করা হয়েছে অভিযোগ করে মা আসমা বেগম বলেন, মেয়ে মাইরুন নেছা নিখোঁজ হওয়ার পর ফতুল্লা থানায় একটি জিডি করেন কিন্তু পুলিশ ওই ঘটনায় কোন তৎপরতা দেখায়নি। এর মধ্যে তারা হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে তা বিভিন্ন স্থানে সাটিয়ে দেয়।
নিহতের পিতা লুৎফর রহমান জানান, থানায় একটি জিডি করার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ডোবায় লাশ পড়ে আছে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করি।
কিছু দিন পর পর ফতুল্লায় শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও পুলিশের কোন তৎপরতা দেখা যায় না বলে এলাকাবাসীর অভিযোগ। যতটুকু অল্প পানিয়ে মাইরুন নেছার লাশ পড়ে ছিল। এ পানিতে মারা যাওয়ার কথা না। তাকে কেউ হত্যা করে ফেলে রেখেছে।