বিজয় বার্তা ২৪ ডট কম
অপহৃত ছাত্র আবদুল্লাহ আল হাসিব(১৮)কে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় অপহরনের অভিযোগে সেলিম (৩৫০ ও নুরুল ইসলাম মিন্টু(৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম শ্যামপুর এলাকার মৃত মতাজউদ্দিনের ছেলে ও পাগলা বাজারের কদমতলী এন্টারপ্রাইজের মালিক এবং নুরুল ইসলাম মিন্টু পানগাও দক্ষিন এলাকার ফজর বেপারীর ছেলে ও পাগলাবাজারের মিটু এন্টারপ্রাইজের মালিক। গ্রেফতারকৃতদের অপহরন মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
অপহৃত ছাত্র হাসিবের মামা ফতুল্লা রেলস্টেশন এলাকার ব্যবসায়ী কাজী এনামুল হক জানান,গত ১০ জুলাই তার ভাগ্নে হাসিব তার ব্যবহৃত মটরসাইকেল নিয়ে মেসফ্যাক্টরী এলাকায় ছোটমামা নুরুল ইসলামের ফার্মেসীতে যায়। সেখানে মটরসাইকেল রেখে ফতুল্লা আসার পথে নিখোঁজ হয়। এ সময় তার মোবাইল নম্বর বন্ধ থাকায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে সন্ধান চালিয়ে নিখোঁেজর ২দিন পর মঙ্গলবার পাগলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত হাসিবকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে অপহরনের অভিযোগে সেলিম ও নুরুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান,ফতুল্লা থেকে নিখোঁজ ছাত্র হাসিবকে পাগরা থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে আটকে রাখার অভিযোগে সেলিম ও মিন্টু নামের ২জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।