নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহীয়সী ও নারী ও রত্নাগর্ভা মা প্রয়াত নাগিনা জোহার রূহের মগফেরাত কামনায় দোয়া ও এনায়েতনগর ইউনিয়নের নির্বাচনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ইসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নাগিনা জোহার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগের শত্রু হচ্ছে আওয়ামীলীগ নামধারী কিছু কুচক্রী মহল। তবে কোন বেঈমানকে আর দলে ঠাই দেয়া হবে না।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষ তাঁকিয়ে থাকে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে। কারণ এখানে নেতৃত্ব দিচ্ছেন একেএম শামীম ওসমান। আগামী ২৩ তারিখের নির্বাচনেও সারা বাংলাদেশের মানুষ এ জেলার দিকে তাকিয়ে থাকবে। তাই সেদিন যেভাবেই হোক আমরা সকলেই নৌকার প্রতিকে ভোট দিয়ে শামীম ওসমানের মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামানকে নির্বাচিত করে তার পর ঘরে ফিরবো ইনশা-আল্লাহ।
এর আগে সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ-নিজাম, সদস্য এহসানুল হক নিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনি: ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মো.মীর সোহেল আলী, সধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম ফাইজুল, ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদ আহমেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল হক, সাধারন সম্পাদক মো. মান্নান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের প্রতিক হচ্ছে নৌকা। বাংলাদেশের উন্নয়নের প্রতিকও হচ্ছে নৌকা। আর এই উন্নয়নের প্রতিক দেয়া হয়েছে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানকে। তাই ব্যাক্তিগত দন্ড ভুলেগিয়ে এনায়েতনগর ইউনিয়নে নৌকা মার্কাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।
এনায়েতনগর ইউনিয়ের আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান মো. আসাদুজ্জামন বলেন, আমি নৌকার প্রতিক পেয়েছি এতেই আমার জয় হয়েছে। কারণ আমার মৃত্যুর পর আমার বংশধর তা জানতে পারবে। এটাই আমার জন্যে বড় পাওয়া। এখন বাকি কাজ আপনাদের। আপনারা আওয়ামীলীগের প্রতিকের সম্মান রক্ষার্থে নির্ভয়ে কাজ করবেন বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, বিগত ২০০৩ সালে দল ক্ষমতায় ছিলোনা। তখন আমরা আমরা ভয় পাইনি। প্রতিকুলতার মধ্যেও আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। আর এখন আমরা একেএম শামীম ওসমানের নেতৃত্বে ক্ষমতায় রয়েছি। তাই আমি মনেকরি ২৩ তারিখের নির্বাচনে ভয় পাওয়ার মত কোন কারণ নেই। পাশাপাশি আমার উপর যদি আপনাদের কোন প্রকার রাগ থেকে থাকে তহালে আপনারা আমায় ক্ষমা করবেন এবং নৌকা প্রতিককে জয়যুক্ত করে আমায় আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেন, ভয়ের কোন কারণ নেই। সারা বাংলাদেশেই নৌকা জয়ের বন্দরে রয়েছে। ইনশা-আল্লাহ এখানেও তার বিপরিত ঘটবে না। যে ভাবেই হোক আমরা জয়ী হবো-ই। তবে মাঠে আমাদের সক্রিয় ভাবে কাজ করতে হবে।