বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বজুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার লালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু।
গ্রেপ্তারকৃত বজলু পেদা (৫০) পটুয়াখালী জেলার মো. মজিবরের ছেলে। বর্তমানে সে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার হাসান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ভুক্তভোগী শিশুটির মা মামালায় উল্লেখ্য করেন, ভুক্তভোগী মা ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় তার মেয়েকে নিয়ে হাসান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। একই বাসায় বজলু পেদা ভাড়া থাকেন। গত বুধবার সকালে ছয় বছরের শিশু কণ্যাকে রেখে কাজে যায় সে। পরে বুধবার রাতে কাজ থেকে ফিরে বাসায় ঢুকে দেখে তার শিশু কন্যা চিৎকার দিয়ে বজলুর ঘর থেকে দৌড়ে বের হচ্ছে। তার ছয় বছরের শিশু মেয়েকে চিৎকারের কারন জিজ্ঞেস করলে সে জানায় বজলু তার ঘরে নিয়ে তার সাথে খারাপ কাজ করার চেষ্ঠা করে। পরে শিশুটি ভয়ে ডাক চিৎকার করে বজলুর ঘর থেকে বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, ফতুল্লায় শিশু ধর্ষন চেষ্ঠার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা। এ ঘটনায় বজলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।