বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পৃথক এলাকা থেকে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ থেকে আব্দুল আজিজ (৩২) ও দুপুরে পশ্চিম তল্লা থেকে হিরা মনি’র (২৩) লাশ উদ্ধার করা হয়। নিহত আজিজ পূর্ব ধর্মগঞ্জ এলাকার মজিবুর রহমানের ভাড়াটিয়া। অন্যদিকে পশ্চিম তল্লা এলাকার মৃত. রায়হান মল্লিকের মেয়ে হিরা মনি নারায়ণগঞ্জ মহিলা কলেজের বিবিএর ছাত্রী। পরিবারের দাবি তারা দু’জনেই ভিন্ন ভিন্ন কারণে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘মৃত্যুর কারণ জানতে তাদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ঘটনার তদন্তই চলছে।’