বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় স্বামীর সাথে অভিমান করে দর্জি মাষ্টার তানিয়া গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছ্ ে। এ ঘটনা ঘটেছে গত বুধবার । এব্যাপারে আত্মহত্যাকারী তানিয়ার বাবা মো. সোনা মিয়া ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে ।
এলাকা সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জের ফতুল্লার দেলাপাড়া এলাকায় দীর্ঘদিন ভাড়া থাকে সোনা মিয়া। তার মেয়ে তানিয়া আক্তার (২৫) কে গত ৯ বৎসর আগে বাবুলের সাথে বিবাহ দেয়্ বিয়ের পর থেকে তানিয়ার সাথে স্বামী বাবুলের বনিবোনা হয়না। একপর্যায় তানিয়া তার স্বামীকে ফেলে বাবার বাসায় বসবাস করে। সে দর্জি কাজ করে জীবন জীবিকা নির্ভর করে আসছ্ ে। গত বুধবার রাতে সে বাসার টয়েলেটের আড়ার সাথে ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।