বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃ
হস্পতিবার দুপুর ১ টায় ফতুল্লার টাগাড়পাড় আলামিন নগর এলাকার রাস্তার পাশের ডোবা থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরনে একমাত্র লুঙ্গি ছিলো। মুখে ছিলো ছোট দাড়ি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, নিহতের শরীরের কোথাও আঘাতের দাগ নেই। পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে ও ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানাযাবে।