নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিছ ইয়াবাসহ আলামিন (৩৫) ও তুহিন (১৬) নামে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা ভোলাইল গেদ্দারবাজার এলাকার হাসান আলীর ছেলে আলামিন হোসেন ও কাউছার মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন।
এ বিষয়ে জেলা গোয়ন্দা সংস্থার এস আই মাজারুল ইসলাম জানান, ফতুল্লা গেদ্দারবাজার এলাকায় সাইফুল ও তুহিন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদক ক্রয় বিক্রয়ের সময় তাদের দুইজনকে এক হাজার পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করি। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।