বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা কারাগারের কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন এক নারী।
অভিযুক্ত কারারক্ষী জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার কারারক্ষী বলে জানা যায়।
মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত কারারক্ষী মামলার বাদীর স্বামীর আত্মীয়। ৭ বছর আগে ঐ নারীর বিয়ে হয়। তিনি ফতুল্লা থানা এলাকায় বসবাস করেন। স্বামী গার্মেন্টসে চাকরি করেন। সকাল আটটায় স্বামী কর্মস্থলে যায় এবং রাত নয়টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে আসেন। অভিযুক্ত কারারক্ষী ঐ নারীর চাচা শ্বশুরের ছেলে। সম্পর্কে ভাসুর। তিনি আগে টাঙ্গাইল জেলখানায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
২০২১ সালের ২৩ ডিসেম্বর টাঙ্গাইল জেলা কারাগার থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে যোগদান করেন অভিযুক্ত কারারক্ষী। ২৪ ডিসেম্বর সকাল নয়টার দিকে তিনি ঐ নারীর বাসায় আসেন। এরপর থেকে প্রতিনিয়ত অভিযুক্ত কারারক্ষী ঐ নারীর বাসায় স্বামীর অনুপস্থিতিতে যাতায়াত করতেন।
গত ৫ জানুয়ারি সকাল নয়টার দিকে অভিযুক্ত কারারক্ষী ঐ নারীর বাসায় আসেন এবং কৌশলে কারারক্ষী ঐ নারীর সঙ্গে বেশ কিছু ছবি তুলেন। এক পর্যায়ে অশ্লীল ছবির হুমকি দিয়ে ১২ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। কারারক্ষী প্রায়ই ঐ নারীর বাসায় আসতো এবং বাদীর সঙ্গে শারীরিক মেলামেশা করতেন।
২২ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে অভিযুক্ত কারারক্ষী কাজিমুদ্দিন ঐ নারীর বাসায় গিয়ে আবারো জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর হুমকিও দেন।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।