বিজয় বার্তা ২৪ ডট কম
যাত্রীবাহী ৩টি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৮‘শ কেজি জাটকা আটক করেছে পাগলা স্টেশন কোস্ট গার্ড। তবে মাছ বিতরন নিয়ে রয়েছে নানা বিতর্ক। শনিবার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় বুড়িগঙ্গা নদীর কাঠপট্টি লঞ্চ ঘাট এবং পানগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জাটকা আটক করা হয়।
জানা গেছে, টীম লিডার পেটি অফিসার এম হাসান এর নেতৃত্বে একটি অপারেশন দল ‘এম ভি ফারহান-৪’, ‘এম ভি ফারহান-৬’ এবং ‘এম ভি বন্ধন-৫’ নামের যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৮‘শ কেজি অবৈধ জাটকা আটক করে।
আটককৃত জাটকা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ উপজেলা পল¬ীউন্নয়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন এর নিকট হস্তান্তর করা হলে তিনি জেলার মাদ্রাসা-এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে তা বিতরণ করেন। তবে এ মাছ সুষ্ঠাভাবে বিতর হয়নি এমন কথা বলছেন অনেকে। আবার মাছ নিয়ে কিছু অসাধূ লোকজন বাজারে বিক্রি করছে এমন অভিযোগতো আছেই।