বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে গণহত্যা বন্ধ, দেশত্যাগী রহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়া, বাংলাদেশে জঙ্গী তৎপরতার হাত থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করাসহ জঙ্গী তৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গতকাল রোববার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারি উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই ও ফতুল্লা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারি উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, সাবেক সহ-সভাপতি মো. সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন,অর্থ সম্পাদক শাকিল আমহেদ ডিয়েল,সদস্য সহিদুল ইসলাম সহিদ, মাহবুবুর রহমান খোকা, জিএ রাজু, মাসুদ আলী, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মো. সোহেল আহমেদ, আসলাম চাকলাদার, ক্যালিক্স কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুল মতিন, আবুল খায়ের প্রমুখ।