বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সজিব এক যুবক নিহত হয়েছে। রাত ৮টায় দিকে পুলিশ সুপার কার্যালয়ের পাশে চানঁমারির লিংক রোড এলাকায় এঘটনা ঘটে। নিহত ১৭ বছর বয়সী মো. সজিব শহরের চাষাড়া রামবাবুর পুকুরপাড় এলাকায় কালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সুপার কার্যালয়ের পাশে চাঁনমারির ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় কে বা কারা ওই যুবকে ছুরিকাঘাত করে জখম করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর শুনে রাত ১১ টার দিকে হাসপাতালে ছুটে যান নিহতের মা ও বোন। এরপর তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতাল এলাকায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরা দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।