বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘেরাও করে রনি নামে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১১৩ পিছ ইয়াবা। মঙ্গলবার দুপুরে থানার কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ নূর মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটক করা যায়নি মূল হোতা ভোলাইলের মুসলিমকে।
দুপুর ১২টার দিকে স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যরা ঘেরাও দিয়ে মাদক বিক্রেতা রনিকে আটক করে। পরে ফতুল্লা মডেল থানার এসআই এনামুলের কাছে রনিকে সোপর্দ করা হয়। আটককৃত রনি পশ্চিম দেওভোগ বাশমুড়ি এলাকার করিমন নেছার বাড়ির ভাড়াটিয়া।
গত ফেব্রুয়ারী মাসে তাকে গাজাসহ এলাকাবাসী আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। এরপর আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করে। পরে পরিবারের সদস্যরা তাকে জামিনে বের করে আনে।
আটককৃত রনি জানায়, আগে সে রফিক নামের একজনের কাছ থেকে গাজা আনতো। কিন্তু এলাকাবাসীর বাধার কারনে রফিক এখন ওই এলাকায় গাজা বিক্রি করে না। তাকে বর্তমানে ইয়াবা সাপ্লাই দিচ্ছে ভোলাইলের মৃত সাত্তারের পুত্র মুসলিম। মুসলিমের পক্ষে তার কাছে ইয়াবা পৌছে দেয় বিল্লাল নামের এক কিশোর। যার বয়স ১২-১৪ এর মধ্যে। প্রতি পিছ ইয়াবা সে ১০০ টাকা দরে বিক্রি করে। বিনিময়ে সে ১৫ টাকা কমিশন পায়।
স্থানীয় এলাকাবাসী জানান, ওই এলাকায় শুধু মুসলিমই নয় হেদায়েত আলী খোকনের ভাতিজা আজিজুল্লাহর ভাই নিশু, শ্যাল সাঈদ, রকি হত্যা মামলার আসামী দুই সহোদর রাসেল ও রাশেদ, রাজু ও সাজু, শাহীন কসাই, রানাসহ অনেকের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ।
ফতুল্লা মডেল থানার এসআই এনামুল জানান, আটককৃত মাদক বিক্রেতা রনির বস পলাতক মুসলিমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।