বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের আগুনে নারী সহ ৪ জন দগ্ধ হয়েছে।
শনিবার রাত ১১টায় কায়েমপুর বিলাস নগর এলাকার বুলবুলের ৬ তলা ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হল- ওসমান গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ৬ তলা ভবনের ৫ তলার ভাড়াটিয়া। দগ্ধদের উদ্ধার করে ঢামেকের শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সবাই পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে রান্না করে ঘরে গ্যস জমে ছিল। এসময় রান্না ঘরে একজন চুলা জ্বালাতে ম্যাচ ধরাতে গেলে আগুন ধরে যায়। পরে আগুন ফ্লাটের অন্য ঘরে আগুন ছড়িয়ে। এসময় চারজন আগুনে দগ্ধ হয়। এসময় মেম্বার প্রার্থী আল আমিন সিকদার সহ স্থানীয় কয়েকজন মিলে তাদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ- পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪জন দগ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।